শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : কক্সবাজার ৩ সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের আয় ও সম্পদ গত ৫ বছরে বেড়েছে ১ দশমিক ৭৬ গুণ আর এই সময়ের মধ্যে তাঁর স্ত্রীর আয় ও সম্পদ বেড়েছে ২ দশমিক ২৯ গুণ।
সাইমুম সরওয়ার কমল ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
২০১৮ সালেরর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন বরাবরে এমপি সাইমুম সরওয়ার কমলের জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৮ সালের তাঁর আয় ও সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৯২৩ টাকা। ২০২৩ সালে এসে তার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ২৮ টাকা। ফলে এ ৫ বছরে এমপি সাইমুম সরওয়ার কমলের আয় ও সম্পদ বেড়েছে ১ দশমিক ৭৬ গুণ। ২০১৮ সালে এমপি কমলের স্ত্রীর নামের আয় ও সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ২৮৩ টাকা। ২০২৩ সালে এসে তা দাঁড়িয়েছে ৪ কোটি ২৩ লাখ ২৫ হাজার ১৩৪ টাকা। ৫ বছরে এমপি কমলের স্ত্রীর আয় ও সম্পদ বেড়েছে ২ দশমিক ২৯ গুণ।
পরিসংখ্যা মতে, গত ৫ বছরের এমপি কমলের তুলনায় স্ত্রীর সম্পদ বেড়েছে ১ দশমিক ৩০ গুণ।
হলফনামায় প্রাপ্ত তথ্য বলছে, বর্তমানে এমপি কমলের বছরের আয় ৫১ লাখ ১৫ হাজার ২৮৮ টাকা, যা ৫ বছর আড়ে ছিল ৪১ লাখ ৯২ হাজার ৪৬৩ টাকা। গত ৫ বছর আগে স্ত্রীর বাৎসরিক কোন আয় না থাকলেও ৫ বছর পরে বাৎসরিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৬৭ হাজার ৪৬৫ টাকা।
বর্তমানে এমপি কমলের অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৭৮০ টাকা, স্ত্রীর নামের রয়েছে ৩ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৯১৯ টাকা। ৫ বছর আগে এমপি কমলের অস্থাবর সম্পদ ছিল ৮৮ লাখ ৪৩ হাজার ৫ শত টাকার। আর স্ত্রীর নামে ছিল ১ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ২৮৩ টাকার।
৫ বছর আগে এমপি কমলের স্থাবর সম্পদ ছিল ১ কোটি ২১ লাখ ৫২ হাজার ৯৬০ টাকার। বর্তমানে তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯৬০ টাকার। ৫ বছর আগে স্ত্রীর নামে কোন স্থাবর সম্পদ না থাকলেও বর্তমানে স্ত্রীর নামে রয়েছে ৩০ লাখ ৭৫০ টাকার স্থাবর সম্পদ।
সাইমুম সরওয়ার কমল এমপি জানিয়েছেন, তিনি বৈধ আয়ে বিশ্বাসী। হোটেল, রিয়েল এস্টেট, মৎস্য চাষ ও কৃষি ক্ষেত্রে তিনি আয় করেন। তার স্ত্রীও বৈধ আয়ে বিশ্বাসী।
.coxsbazartimes.com
Leave a Reply