মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সময় টিভির কক্সবাজারস্থ সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পিতা মোক্তার আহমদ আর নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার শহরের মোহাজেরপাড়াস্থ নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোক্তার আহমদ একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা সহ অনেক স্বজন রেখে গেছেন তিনি।
শুক্রবার সকাল ৯ টায় কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সদস্য সময় টিভির কক্সবাজারস্থ সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পিতা মোক্তার আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
.coxsbazartimes.com
Leave a Reply