মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

সন্তানের জন্য মা যখন খিচুড়ি রান্না করছে, সন্তান তখন নদীতে ডুবে মৃত

নিজস্ব প্রতিবেদক : সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছেন মা তাহমিনা আক্তার। ওই সময় খেলতে গিয়ে বাড়ির পাশের মাতামুহুরী নদীতে ডুবে মারা গেছে ১৮ মাসের শিশু মোঃ তামিম।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় বান্দরবনের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া নয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নদী থেকে উদ্ধার শিশুটিকে তার বাবা-মা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশু মোঃ তামিম পূর্ব শিলেরতুয়া নয়া পাড়া গ্রামের বাশারুল ইসলাম ও তাহমিনা আক্তারের ছেলে।

লামা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ রেহেনা মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও আমরা ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। নদীতে ডুবে মারা গেছে বলে জানিয়েছেন শিশুটির বাবা-মা।

শিশুটির মা তাহমিনা আক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছিলাম। এই ফাঁকে কখন যে তামিম ঘুম থেকে উঠে বাহিরে চলে যায় বুঝতে পারিনি। একটু পরে রুমে এসে দেখি সে নাই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাতামুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখি। দ্রুত উদ্ধার করে সকাল ৮টায় লামা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলেন সে মারা গেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি তার বাবা-মা জানিয়েছে। হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। শিশুটিকে প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে শিশুটির বাবা-মা অনুরোধ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দিতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888