মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
উখিয়া প্রতিবেদক : উখিয়ায় দিনদুপুরে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ ইউনুস (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৩ টায় উখিয়ার মধিরছড়াস্থ ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউনুস (৫০) ওই ক্যাম্পের নুর আহমেদের ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একদল রোহিঙ্গা সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে মোহাম্মদ ইউনুস সন্ত্রাসীদের সামনে পড়ে গেলে তাকে মাথায় ও পিঠে গুলি করে হত্যা করে। স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।
.coxsbazartimes.com
Leave a Reply