মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের উপ-নেতা (সাব-মাঝি)।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, আতা উল্লাহকে এ/১ ব্লক থেকে এ/৯ ব্লকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে প্রেরণ করে। ওখান থেকে তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওখঅনেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ক্যাম্প নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।
.coxsbazartimes.com
Leave a Reply