বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁও উপজেলার পাহাড়ে একটি হাতির মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার সকালে ঈদগাঁওর ভোমারিয়ারঘোনার এলাকার শিয়া পাহাড়ে এই হাতির মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে দিয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খাঁন।
তিনি জানিয়েছেন, হাতিটির অনুমানিক বয়স ৪৫ বছর। পুরুষ হাতিটি চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর বিকালে মাটিতে পুঁতে ফেলা হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটি হত্যা করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply