শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
উখিয়া প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএনের) সদস্যরা।
বুধবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার রাজাপালং ইউনিয়ন দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি-১-এর বাসিন্দা মৃত নুর আলমের ছেলে সলিম (১৯) ও ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ই-সাবব্লক-ই-৬১-এর মৃত আমিনের পুত্র ওমর ফারুক (১৬)।
১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদ এর বসতঘরের পাশ থেকে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএন অধিনায়ক মো. ইকবাল।
এর আগে (৩১ অক্টোবর) রাতে অর্ধডজন মামলার আসামি ও সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহ (৩০) কে আটক করে ১৪ এপিবিএন এবং অপর এক অভিযানে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাব, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
.coxsbazartimes.com
Leave a Reply