রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

‘কক্সবাজারে বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা’

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বিএনপি-জামায়াতের সকল প্রকার সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন কক্সবাজার ৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।

তিনি বলেছেন, বিএনপি জামাত কখনো গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে না। তারা গুম হত্যা ও নাশকতার মাধ্যমে মানুষের মাঝে ভয় সৃষ্টি করতে চায়। এই দেশের মানুষ তাদের কে অনেক আগেই প্রত্যাখান করেছে। স্বাধীনতা বিরোধীরা বুঝে গিয়েছে সাংবিধানিক নিয়মে ভোট হলে মানুষ জননেত্রী শেখ হাসিনার সরকার নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ কে বিজয়ী করবেন। তাই তারা শান্তি প্রিয় বাঙালি জাতিকে হত্যা করতে চায়, পুড়িয়ে মারতে চায়। আমরা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বেচে থাকতে বিএনপি জামাতের এমন স্বপ্ন ককনো পূরণ হতে দেব না।

তিনি বলেন, পুলিশ হত্যা, চালক হত্যা ও আনসার সদস্য হত্যা করেছেন। আর না এবার থামুন। আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আমরা এমন নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন কক্সবাজার শহরে আগত পর্যটক সহ কোন ব্যাবসায়ী ও কোন পেশাজীবি মানুষের ক্ষতি করবেন না।যদি এমন কোন কর্মকান্ড করার চেষ্টা করেন তাহলে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাথে সাথে তার মোক্ষম জবাব দেবে।

মঙ্গলবার বিকাল ৪ টায় কলাতলিস্থ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে দেশব্যাপী বিএনপি জামাতের ৭২ ঘন্টা অবরোধ ও সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতার প্রতিবাদে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশের সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু, দপ্তর সম্পাদক সাহেদ আলী, সাংস্কৃতিক সম্পাদক এডঃ রিদুয়ান আলী।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, কোষাধ্যক্ষ কাসেম আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য সাগর রাশেদুল ইসলাম ডালিম, বেলাল উদ্দিন, পাল সাজু, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888