রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’ রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশিয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় উখিয়া ক্যাম্প-৫ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো: ইকবাল।

আটকরা হল, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫ এর বাসিন্দা পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও একই ক্যাম্পের মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক মো: ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় উখিয়ার ইরানী পাহাড়স্থ ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় সৈয়দ উল্লাহ’র দোকানের সামনে হতে কামাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানায় তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছে। পরে তার তথ্যমতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় এপিবিএন অধিনায়ক মো: ইকবাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888