শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি, কক্সবাজার ৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ নজিবুল ইসলাম বলেছেন, শারদীয় উৎসবে মুখরিত সমগ্র বাংলাদেশ। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা আছে, সবচেয়ে বড় কথা আমাদের সাথে শেখ হাসিনা আছেন। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যেমন একটা সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে,এই জায়গাটায় সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে।
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রামু ও ঈদগাঁও উপজেলার হিন্দু সম্প্রদায়ের জনসাধারন ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রামু কেন্দ্রীয় কালি মন্দিরে অনুষ্ঠিত সভায় সাবেক ছাত্রনেতা নাট্যজন সুশান্ত পাল বাচ্চুর সভাপতিত্বে রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সদ্বীপ শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রামু কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিত সুবির চৌধুরী বাদল, পূজা উদযাপন পরিষদের সংগঠক মাস্টার তড়িৎ চক্রবর্তী, বিশু পাল বিশু, রুপন শর্মা, সবুজ দেব প্রমুখ।
অপর দিকে ঈদগাঁও কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মৃনাল আচার্য্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রতের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আ.লীগের সহ সভাপতি ডাঃ পরিমল দাশ,তরুণ আ.লীগ নেতা আহমদ করিম সিকদার,পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুমন কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যাজিত দাশ সুজন,আহমদ করিম সিকদার, ঈদগাঁ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জনি পাল, বিকাশ দে, বিধু দে, কেন্দ্রীয় কালি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল মল্লিক, নারায়ণ দে প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের নেতা সাগর পাল সাজু, এডভোকেট জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তী প্রমুখ।
.coxsbazartimes.com
Leave a Reply