রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

টেকনাফে পাহাড়ে আবারও অপহরণ

টেকনাফ প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া পাহাড়ের পাদদেশে পানবরজ থেকে সোনা আলী (৪৭) নামের এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। তবে এখন পর্যন্ত সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনোধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পান বরজ থেকে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়।

সোনা আলী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নাজির হোসোইনের ছেলে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে সোনা আলী পাহাড়ের পাদদেশে পান বরজে কাজ করতে যান। হঠাৎ করে মুখোশধারী কিছু লোকজন অস্ত্রেরমূখে তাকে জিম্মি করলে সে চিৎকার করে। এসময় আশেপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে রোহিঙ্গা সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকাগুলি বষণ করে সোনা আলীসহ তাঁরা গহিন পাহাড়ে দিকে চলে যায়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা টাকার জন্য স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।প্রতিনিয়ত এধরনের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত। সোনা আলীকেও মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, আবারও একজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এরপরও বিষয়টি মাথায় রেখে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ এর ৯ অক্টোবর পর্যন্ত শুধু মাত্র টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনা ঘটে ১২৯ টি। যার মধ্যে ৬৮ জন স্থানীয় এবং ৬১ জন রোহিঙ্গা। যেখানে ২৯ জন মুক্তিপণের টাকা পরিশোধের কোন তথ্য পাওয়া না গেলে অপর ১ শত জন সকলেই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার দাবি করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888