বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের নেতারা একই মঞ্চে

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ জেলাব্যাপী শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার ১৭ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের নেতারা একই মঞ্চে বসে অঙ্গীকার করেছেন সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাবেন এবং সম্প্রীতি দৃষ্টান্ত সারাদেশে ছড়িয়ে দেবেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল করের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বেন্টু দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার পৌর বিএনপির সাভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা জাসদের সাভপতি নইনুল হক টুটুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,কক্সবাজার শহর শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু,সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মুহাম্মদ আলী জিন্নাহ, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ,কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম, জামায়েত ইসলামী নেতা শহীদুল ইসলাম বাহাদুর ও রিয়াজ মোহাম্মদ শাকিল, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোশাররফ হোসেন দুলাল,কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফুল মাওলা,কক্সাবাজার শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান, হোটেল গেস্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ,কক্সবাজার জেলা দোকান মালিক ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন,জেলা যুবদলের নেতা মোহাম্মদ নেজাম উদ্দিন,যুবদল নেতা দোলন ধর,জেলা ছাতৃরদল নেতা মিজানুল আলম প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল ও মমতাজ আহমদ,পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া,জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ,উদয় সংকর পাল মিঠু, স্বপন পাল(নাজির) সাংবাদিক দীপক শর্মা দীপু,, সরুপম পাল, দীপক দাশ, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুস বাঙালি।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ও আলোচক বৃন্দ বলেন,কক্সবাজারে শারদীয় দুর্গোউৎসবের সকল আয়োজন এমন ভাবে করতে হবে যাতে এই উৎসবের মধ্য দিয় দেশ ও বিশ্ববাসীর কাছে একটি বার্তা যায় যে,কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল এক দৃষ্টান্ত এবং সম্প্রীতির পাদপীঠ।

নেতৃবৃন্দ অতীতের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে কক্সবাজারের বিজয়া দশমীর বির্সজন অনুষ্ঠান যেন দু’বাংলার সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয় সে জন্য দল-মত-নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সকলকে উৎসবে অংশ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ জেলা পূজা উদযাপন পরিষদকে সর্বোত সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888