মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
উখিয়া প্রতিবেদক : উখিয়ায় বাস ও অটোরিক্সা সংঘর্ষে উপজেলার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক (৪৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিজলীয়া নামক স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল হক কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী।
এ ঘটনায় আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উখিয়ামুখী একটি অটোরিক্সার সাথে কক্সবাজারমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিক্সার এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply