বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুই যমজ ভাই ৪ বছর পরও বৃত্তির টাকা পায়নি

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা মেধা তালিকায় উত্তীর্থ হওয়া দুই শিক্ষার্থী ৪বছর পার হলেও বৃত্তির টাকা পায়নি। দুজন শিক্ষার্থী ২০১৯সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এক শিক্ষার্থী উপজেলায় প্রথম স্থান ও অন্যজন চতুর্থ স্থান দখল করে। তারা দুজন যমজ ভাই। দুই শিক্ষার্থী পিতা একাধিকবার আবেদন করার পরও বৃত্তির টাকা ছাড় দেয়নি।

চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯সালে আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল ইবনুল জাররাহ ও আবু দারদা। পরীক্ষার ফলাফলে ইবনুল জাররাহ চকরিয়া উপজেলায় সর্বোচ্চ ৫৬৭ নম্বর পেয়ে প্রথম ও আবু দারদা ৫৫১ নম্বর পেয়ে চতুর্থ হন।

দুই শিক্ষার্থীর পিতা চকরিয়া উপজেলার বদরখালীর বাসিন্দা আকতার কামাল বলেন, ‘আমার দুই যমজ ছেলে ২০১৯সালে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফলে চকরিয়া উপজেলায় একজন প্রথম ও অন্যজন চতুর্থ হয়। পরে ইবনুল জাররাহ চট্টগ্রাম সরকারী মুসলিম হাই স্কুল ও আবু দারদা শাহ ওয়ালি উল্লাহ ইনষ্টিটিউটে ভর্তি হন। বর্তমানে দুজন ৯ম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিয়মানুযায়ী ভর্তি হওয়ার পর অধ্যয়নরত দুই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে দুজনের পৃথক ব্যাংক হিসাব ও প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করা হয়। ৪বছর পরও একাধিকবার যোগাযোগ করেও বৃত্তির টাকা পায়নি। এ ব্যাপারে আমি শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মুনিরুজ্জামান বলেন, ‘৪বছর পরও বৃত্তির প্রাপ্য টাকা শিক্ষার্থী না পাওয়াটা দুঃখজনক। তবে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করার পর দুজন শিক্ষার্থী চট্টগ্রাম চলে গেলে, সেখানে শিক্ষা অফিসে যোগাযোগ করলে মনে করছি দুই শিক্ষার্থী তাদের বৃত্তির টাকা পাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888