মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর শোকসভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু স্মরণে শোকসভার আয়োজন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এই শোকসভা অনুষ্ঠিত হবে।

এতে কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ছাড়াও কক্সবাজারের গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক সংগঠক-কর্মী, প্রগতিশীল আন্দোলনের সহযোদ্ধাদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888