মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে একটি বসতঘর থেকে হিরোইন, ইয়াবা, অস্ত্র, তাজা কার্তুজ ও ম্যাগজিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটার পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাজেদের ভাড়া করা বসতঘর থেকে হিরোইন, ইয়াবা, অস্ত্র , তাজা কার্তুজ ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
এ উপলক্ষে রাত সাড়ে নয়টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা, কক্সবাজার উপপরিচালক মো: রুহুল আমিন ও চট্টগ্রাম মেট্রো (উত্তর)সহকারী পরিচালক রামেশ্বর দাস প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোন জানতে পারেন, ইয়াবা, অস্ত্র ও তাজা কার্তুজ মজুদ রাখা হয়েছে একটি বসতঘরে। তারই সূত্র ধরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের পরিদর্শক বিদ্যুৎ বিহারি নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাজেদের ভাড়া করা বসতঘরে অভিযান গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে নতুন ফরমেটে ৭০০গ্ৰাম হিরোইন ,৫৩হাজার পিস ইয়াবা বড়ি, তিনটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি বিদেশী পিস্তল, ১৪১ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মো: জাফরুল্ল্যাহ কাজল বলেন, এ ঘটনায় ছয়জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply