বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ২টি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কক্সবাজারে ২টি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৯ টি দেশের পুরুষ ও মহিলা ভলিবল দল অংশগ্রহণ করবে। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত ও মালদ্বীপ ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের কলাতলীস্থ হোটেল সী উত্তরার কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

সংবাদ সম্মেলনে তিনি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগামী ৮-১৫ সেপ্টেম্বর পর্যন্ত অলিম্পিক গেমস ২০২৪ এর জোনাল বাছাই পর্ব – “Bangabandhu AVC Beach Continental Cup Phase 1 (Men’s & Women’s) 2023” এবং “Bangabandhu CAVA Beach Volleyball (Men’s & Women’s ) 2023” সহ মোট ২টি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা কক্সবাজারে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। এবং ১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এছাড়াও ২য় আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ১৩-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বী, ট্যাকনিকেল ডেলিগেট শ্রী নিবাস, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888