রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের মুন্ডার ডেইল ঘাট থেকে ২৮ হাজার ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, মো. সলিম (৪০), মো. ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫) ও আব্দুর রহমান (৩০)।
লে. কমান্ডার আব্দুর রহমান জানান, সোমবার দিবাগত মধ্য রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাটে একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ জন ব্যক্তিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে তল্লাশি করে মো. ইয়াছিনের নিকট থাকা একটি পলি ব্যাগ হতে ২৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
.coxsbazartimes.com
Leave a Reply