শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রামুতে গভীর জঙ্গল থেকে মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার কক্সবাজারের দক্ষিন বনবিভাগের আওতাধীন, উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের ধোয়াপালং রেঞ্জের ধোয়াপালং বিটের দো-ছড়ি খাল সংলগ্ন এলাকায় হাতির মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের মাধ্যমে মৃত হাতির পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান বনবিভাগের উর্ধতন কর্মকর্তারা।
ধোয়াপালং রেঞ্জ অফিসার আব্দুর রশিদ জানান, ময়নাতদন্ত শেষে হাতিটিকে ওই স্থানে গর্তে করে পুতেঁ ফেলা হয়েছে। তদন্তে রিপোর্টে জানা যাবে হাতিটির মৃত্যুর আসল কারন। তবে পায়ে আঘাত এবং সংক্রমনের কারনে হাতিটির মৃত্যু হতে পারে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, স্থানীয়দের মারফত জানার পর এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি এবং নিজে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, হাতিটি হয়ত দুয়েকদিন আগে মারা গেছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মৃত হাতিটির সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন আছে এবং রশি পেচানো আছে।
.coxsbazartimes.com
Leave a Reply