মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
চকরিয়া প্রতিবেদক : চকরিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক মাতামুহুরি পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার ( ২ সেপ্টেম্বর) বিকাল পাঁচ টার দিকে নিজস্ব কার্যালয়ে কেক কেটে ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান শুরু হয়।
সাপ্তাহিক মাতামুহুরির নির্বাহী সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক। চকরিয়ার মুখপাত্র সাপ্তাহিক মাতামুহুরির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সংবাদ প্রতিনিধি জিয়াবুল হক, দেশবিদেশ প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলা প্রতিনিধি ইউছুপ বিন হোসাইন, স্বাধীন সংবাদ প্রতিনিধি আরাফাত হোসাইন,সাংবাদিক নুরুদ্দোজা, রুপসী গ্রাম প্রতিনিধি রাজু দাশ, সমাজকর্মী আবু শোয়াইব, সবুজ প্রমুখ।
.coxsbazartimes.com
Leave a Reply