মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ও কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমানের উপর হামলাকারিদের শাস্তির দাবি জানিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে হামলাকারিদের দায়ের করা মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহারের দাবি জানানো হয়।
রবিবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় বক্তারা এমন দাবি জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান সহ আইনজীবীদের উপর ঠিকাদারের নেতৃত্বে হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় পুলিশ জড়িতদের আটক করেছে এবং মামলাও হয়েছে। কিন্তু ঘটনার পরবর্তি রহস্যজনক কারণে এডভোকেট আয়াছুর রহমান সহ ঘটনায় আহত আইনজীবীদের আসামি করে মিথ্যা মামলা দায়ের হয়েছে। এটাকে উদ্বেগজনক মন্তব্য করে দ্রæত সময়ের মধ্যে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
.coxsbazartimes.com
Leave a Reply