শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ১০/১২ টি বসত ঘর দুটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিট রাত সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে না পারেননি তিনি।
ছৈয়দ হারুন অর রশীদ বলেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের জনৈক ব্যক্তির বসত ঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহুর্তে আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে।
এডিআইজি বলেন, ” আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।
.coxsbazartimes.com
Leave a Reply