বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে মেরিন ড্রাইভের পাশে অবিষ্ফোরিত ‘হ্যান্ড গ্রেনেড’ ঘিরে রেখেছে পুলিশ মহেশখালীর আব্দুর রশিদ হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার ১ টেকনাফে বাছুরসহ ১৭টি মহিষ নিলামে বিক্রয় হলো ১১লাখ ২৫ হাজার টাকায় চোরাকারবারী ও মানব পাচারকারীদের নোট নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র সচিব টেকনাফে অপহৃতের পরিবারে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মাবুর বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

আগামী ১২ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

২৫ এপ্রিল, মঙ্গলবার সকালে তিনি ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীর হালিমাপাড়া ও ইসলামপুর এলাকা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরের নামাজের পর হাসেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জহির আহমদ সিকদারের জানাযায় অংশগ্রহণ করেন এবং বিকালে ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা বাজার, উত্তর ডিককুল, পুর্ব বড়ুয়া পাড়া, পেতা সওদাগর পাড়া, সরদার পাড়া, পশ্চিম বড়ুয়া পাড়া ও ৫ নম্বর ওয়ার্ডের এসএমপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি মসজিদ কমিটি, সমাজ কমিটিসহ সর্বস্তরের সাথে কৌশল বিনিময় করেন।

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মাহাবুবুর রহমান সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি অবহেলিত ওইসব এলাকায় উন্নয়নের আশ্বাস দেন।

ওইসব এলাকায় পৌঁছলে সর্বস্তরের পক্ষ থেকে মাহাবুবুর রহমানকে ফুলেল শুভেচছা জানানো হয়।

এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শুভদত্ত বড়ুয়া, সদস্য নুর মোহাম্মদ খুইল্লা মিয়া, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, বিভিন্ন মসজিদ কমিটির , সমাজ কমিটির নেতৃবৃন্দসহ সাবেক ছাত্রলীগ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888