রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির নেতা (বøক মাঝি) মনিরা বেগমের ঘরে সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মনিরার বোন জমিলা। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মনিরা ও তার মেয়ে নুর ফাতেমা।
সোমবার ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি বøকে এ ঘটনা ঘটেছে।
নিহত জমিলা মোহাম্মদ হোসেনের স্ত্রী। আর আহত মনিরা বেগম আবদুল করিমের স্ত্রী এবং মেয়ে নুর ফাতেমা। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা জানিয়েছেন, সশস্ত্র সালমান শাহ গ্রæপের ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯ টি হত্যাকাÐ সংঘটিত হয়েছে। এর সাথে জানুয়ারি থেকে এ পর্যন্ত (২৪ এপ্রিল) ২৪ টি হত্যাকাÐ হল।
.coxsbazartimes.com
Leave a Reply