রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার লেদা গ্রামে অবস্থিত ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক রোহিঙ্গা বসতি ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লাগোয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে টেকনাফ ও উখিয়া থেকে যাওয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যম্পের একটা অংশের তিনটি লার্নিং সেন্টার সহ অর্ধ শতাধিক রোহিঙ্গা বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ৫০টির মতো ঘরবাড়ি পুড়ে গেছে বলে জেনেছি। এতে অন্তত শতাধিক রোহিঙ্গা ঘর হারিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটি খতিয়ে দেখছি আমরা।’
.coxsbazartimes.com
Leave a Reply