রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরে ‘ইয়াবা কারবারে বাধা দেওয়ার’ জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় পাঁচ বছর পর চার আসামিকে মৃত্যুদন্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল এর আদালত এ রায় দেন বলে জানিয়েছেন কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হল, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মো. নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম ওরফে বুইল্ল্যানির ছেলে (২৫) এবং একই এলাকার মৃত আমান উল্লাহ’র ছেলে নুরুল হক (২৮), মৃত অছিউর রহমানের ছেলে রমজান আলী (৩০) ও মোঃ ইসহাকের ছেলে রুবেল (২৮)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী এলাকার নুরুল আবছারের ছেলে শাহীন উদ্দিন (২৫) এবং একই এলাকার দুদু মিয়ার ছেলে মনি আলম (২৪)।
মামলার নথির বরাতে আইনজীবী ফরিদুল বলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মোঃ নুরুল আনোয়ার এর ছেলে ও কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন তার এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাঁধা দিতো। এতে স্থানীয় মাদক কারবারিরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে ২০১৭ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জিয়া উদ্দিন ফয়সাল এর উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় জিয়া উদ্দিন ফয়সালকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
” পরদিন (২০১৭ সালের ১৭ এপ্রিল) ঘটনায় জিয়া উদ্দিন ফয়সাল এর বাবা মোঃ নুরুল আনোয়ার বাদী হয়ে ফৌজদারী দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় নয় জনকে আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের মামলার তদন্তকারি কর্মকর্তার ওই বছরের ৪ জুলাই ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। “
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ” দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার পাঁচ বছর পর বুধবার সকালে আদালত মামলার রায় ঘোষণা করেন। এতে মামলার প্রধান আসামি রেজাউল করিমসহ ৪ আসামির মৃত্যুদন্ড এবং দুই জনের যাবজ্জীবনের কারাদন্ডাদেশ দিয়েছেন। এছাড়া রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। “
ফরিদুল জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply