শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : এবার হেলিকপ্টার নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে গোলা বর্ষণ করেছে মিয়ানমারের বাহিনী।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে হেলিকপ্টারটি ঘুরতে দেখা গেছে বলে জানিয়েছেন, ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ চৌধুরী।
তিনি জানান, স্থানীয় লোকজন তাকে জানিয়েছে হেলিকপ্টার এ সময়ের মধ্যে বেশ কয়েকবার ঘুরতে দেখা গেছে। একই সময় ব্যাপক গোলা বর্ষণ করা হয়। যার কয়েকটি ঘুমধুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাহাড়ে পরেছে।
বিজিবি’র সদর দফতরের পরিচালক (আপারেশন) লে. কর্ণেল ফয়জুর রহমান জানিয়েছেন, এ ধরণের একটি সংবাদ পাওয়া গেছে। এখন তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এর আগে গত ২৮ আগস্ট ঘুমধুম সীমান্তের তমব্রু উত্তর পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এসে পড়েছিল ২ টি মর্টার শেল। যা পরের দিন নিষ্ক্রীয় করা হয়। এর পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সীমান্ত সংলগ্ন এলাকার লোকজন জানিয়েছেন, মিয়ানমার অভ্যান্তরে সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির গোলাগুলি চলছে বেশকিছু দিন ধরে।
.coxsbazartimes.com
Leave a Reply