রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২ বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক মাত্রা চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও ২১’শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ (৩০শে আগষ্ট) শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীর পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেছেন, ৭৫’এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। পরবর্তীতে সে হত্যার রাজনীতির নেতৃত্ব দেন জিয়া পত্নী খালেদা এবং পুত্র তারেক রহমান। তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু তনয়া আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা চেষ্টা করেছিল। কিন্তু তারা বরাবরই ব্যর্থ হয়েছে। এদেশের মানুষের ভালবাসায় শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মারুফ আদনান।

এ সময় বক্তারা আরো বলেন, হত্যার রাজনীতির আতুর ঘর বিএনপি এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত করছে তাই নয়, করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রও। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পালাতক আসামী তারেক রহমান বিদেশে বসে দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে চাই। বিএনপির দেশ বিরোধী এসকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা ছাত্রলীগ আয়োজিত শোক র‌্যালীত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, মুন্না চৌধুরী, নারিমা জাহান, বোরহান উদ্দিন খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে শেষে বিকেল পাঁচটায় জেলা ছাত্রলীগ সভাপতি/সাধারণ সম্পাদকের নেতৃত্বে শোক র‌্যালীটি শুরু হয়ে কলাতলী হাঙ্গর মোড়ে গিয়ে শেষ হয়েছে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান জেলা ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক।

এর আগে দুপুর দুইটা থেকে জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলসহকারে মুক্তিযোদ্ধা চত্বরে মিলিত হতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888