মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ৩ দিনের প্রতিযোগিতা শেষ : পুরস্কার প্রদান ২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজিত শিক্ষার্থীদের জন্য ৩ দিনের প্রতিযোগিতা শেষ হয়েছে।

শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এর শেষ হয়।গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।

তিন দিনের এসব প্রতিযোগিতায় সার্বিকভাবে দায়িত্ব পালন করেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জ্বল কর, পৌর আওয়ামীলীগ সেতা সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, এড. রিদুয়ান আলী, প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক সত্যপ্রিয় চৌধুরী দোলন, সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন, মেজবা উদ্দিন কবির, ফয়সল হুদা, সোহেল রানা, মোঃ আবদুল্লাহ।

আগামি ২৯ আগস্ট বিকাল ৩ টায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, কক্সবাজার আয়োজিত ‘চিরন্তন বঙ্গবন্ধু বাংলার দূত..’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888