মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত রয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, উখিয়ার থাইংখালীস্থ শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।
তিনি জানান, সকালে হিজলিয়া এলাকায় টেকনাফগামি ট্রাকের সাথে কক্সবাজারগামি যাত্রী সিএনজি ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং আহতাবস্থায় হাসপাতালে আরো একজনের মৃত হয়।
নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিননের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)। অপর জনের নাম এখনো নিশ্চিত করতে পারেননি কেউ।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
.coxsbazartimes.com
Leave a Reply