রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

কাউয়ারখোপে বৃদ্ধসহ পরিবারের সদস্যদের মারধর করে উল্টো চাঁদাবাজি মামলা!

রামু প্রতিনিধি : রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের বৃদ্ধ সহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা হলেও হামলাকারিরা আহত ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এদিকে হামলার ঘটনায় গত ৭ আগস্ট রামু থানায় মামলা করেন হামলার শিকার ওসমান গনি। তিনি ওই এলাকার আনোয়ার উল্লাহর ছেলে।

মামলার বাদি ওসমান গনি জানান- গত ৩ আগস্ট মো. হোছনের ছেলে আবদুল কাদের, মো. সোলেমান, মো. আবদুল্লাহ, আবদুল কাদেরের ছেলে আবু বক্কর, নুর আহমদের ছেলে সুলতান আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাটি-সোটা নিয়ে তাদের স্বত্ত¡দখলীয় জমি জবরদখলের চেষ্টা চালায়। এসময় হামলাকারিরা তাকে এবং তার বৃদ্ধ পিতা আনোয়ার উল্লাহসহ পরিবারের সদস্যদের দা দিয়ে কুপিয়ে জখম ও লাটি-সোটা দিয়ে মারধর করে।

এ ঘটনায় তিনি রামু থানায় মামলা করেন। কিন্তু পরবর্তীতে হামলাকারিরা চাঁদাবাজি ও মারধরের মিথ্যা অভিযোগে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হয়রানিমূলক মামলা করে। এছাড়া হামলাকারিরা বর্তমানে আবারো সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল এবং তাদের মারধর ও প্রাণনাশের হুমকী দিচ্ছে। এ ঘটনায় তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888