শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

কাউয়ারখোপে বৃদ্ধসহ পরিবারের সদস্যদের মারধর করে উল্টো চাঁদাবাজি মামলা!

রামু প্রতিনিধি : রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের বৃদ্ধ সহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা হলেও হামলাকারিরা আহত ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এদিকে হামলার ঘটনায় গত ৭ আগস্ট রামু থানায় মামলা করেন হামলার শিকার ওসমান গনি। তিনি ওই এলাকার আনোয়ার উল্লাহর ছেলে।

মামলার বাদি ওসমান গনি জানান- গত ৩ আগস্ট মো. হোছনের ছেলে আবদুল কাদের, মো. সোলেমান, মো. আবদুল্লাহ, আবদুল কাদেরের ছেলে আবু বক্কর, নুর আহমদের ছেলে সুলতান আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাটি-সোটা নিয়ে তাদের স্বত্ত¡দখলীয় জমি জবরদখলের চেষ্টা চালায়। এসময় হামলাকারিরা তাকে এবং তার বৃদ্ধ পিতা আনোয়ার উল্লাহসহ পরিবারের সদস্যদের দা দিয়ে কুপিয়ে জখম ও লাটি-সোটা দিয়ে মারধর করে।

এ ঘটনায় তিনি রামু থানায় মামলা করেন। কিন্তু পরবর্তীতে হামলাকারিরা চাঁদাবাজি ও মারধরের মিথ্যা অভিযোগে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হয়রানিমূলক মামলা করে। এছাড়া হামলাকারিরা বর্তমানে আবারো সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল এবং তাদের মারধর ও প্রাণনাশের হুমকী দিচ্ছে। এ ঘটনায় তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888