সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে কক্সবাজার জেলা কারাগারে কারাকর্মকর্তা-কারারক্ষীদের অংশগ্রহণে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কারাগারের ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা ( নামাজি ও ভালো গুণের বন্দি), কারাচত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বলেন, এ দিনটি উপলক্ষে বাদে জোহর এ কারাগারের প্রতিটি ওয়ার্ডে, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বন্দিরা চিত্র অংকনে অংশ নেয়।
মিলাদে জাতির পিতা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এসময় জেলার মো. মোস্তফা কামাল, ডেপুটি জেলার মনির হোসেনসহ কারাগারে কর্মরত বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply