শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ৪টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
রোববার সকালে এ অভিযান চালানো হয়।
আটক জাফর আলম নয়াপাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে- এমন খবর পেয়ে র্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল জাফর আলমকে আটক করে। তার দেহ তল্লাশী করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।
আটক জাফরের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply