রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা যুবক বেসরকারি সংস্থা কারিতাসে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।

নিহত নুরুল আমিন (২৫) উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা কারিতাসের স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে শরীফুল বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার মধুরছড়া ৪ এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে নিজের ঘরের সামনে নুরুল আমিন অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩/৪ জনের অজ্ঞাত দূর্বৃত্তের দল তাকে তুলে নিয়ে চলাচলের রাস্তায় কয়েকটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।

” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। “

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” কারা, কি কারণে নুরুল আমিনকে হত্যা করেছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “

তবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে কোন রোহিঙ্গা দুষ্কৃতিকারি দলের সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান শরীফুল।

তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888