বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
কাইছার সিকদার, কুতুবদিয়া : কুতুবদিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে এই দৃষ্টিনন্দন ম্যুরালটি নির্মাণ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদল হয়েছে৷
রবিবার (৩১জুলাই) সকাল ১১ টার দিকে ম্যুরালটি উদ্বোধন করেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা।
বক্তব্যে সাংসদ বলেন, “যে জাতি তার বীরদের সম্মান দিতে জানে না, যে জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দিতে পারে না, সে জাতি জাতি হিসেবে পৃথিবীতে আগাতে পারে না।”আমাদের আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বতে স্বাধীনতা অর্জন করছিলাম। সে স্বাধীনতার অর্থবহ সুফলগুলো তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি”
এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি.কমসহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংসদ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ করেন।
সমন্বয় সভায় কুতুবদিয়ার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়৷ এতে উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন “আলী আকবর ডেইল” ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করার কথা ব্যক্ত করেন তাঁরা৷
সফর সূচি মতে, বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভায় যোগদান, বিশ্ব ব্যাংক কর্তৃক সুপেয় পানির সাপ্লাই লাইনের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন করে সন্ধ্যায় কুতুবদিয়া ত্যাগ করেন সাংসদ।
.coxsbazartimes.com
Leave a Reply