মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদী সীমান্ত থেকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ সীমান্তে এ অভিযান চালানো হয়।
আটকরা হল, টেকনাফের মোচনী ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. আবুল কাশেমের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৮) এবং জাদিমুরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মো. ফারুক আহমেদ এর ছেলে সৈয়দ সালাম (৩৮)।
শেখ খালিদ বলেন, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়ারদ্বীপ জল-সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। এতে বিজিবির সদস্যরা নাফ নদীর জালিয়ারদ্বীপের পাশে কাঠের নৌকা নিয়ে এক ব্যক্তিকে মাছ ধরতে দেখতে পায়। এক পর্যায়ে তারা ( বিজিবির সদস্য ) মিয়ানমার দিক থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে নাফ নদী সাঁতরিয়ে দেখে।
“ পরে নাফ নদী সাঁতরিয়ে আসা লোকটি একটি বস্তা জালিয়ারদ্বীপের পাশে মাছ ধরারত ব্যক্তিকে হস্তান্তর করে। এসময় বিজিবির সদস্যরা সন্দেহজনক লোক দুইজনকে ম্প্রিডবোট ঘিরে ফেলে। এসময় লোকগুলো পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা বস্তাটি জব্দ করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার ইয়াবা। ”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
.coxsbazartimes.com
Leave a Reply