রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার কালারমারছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার কমিশন সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
এছাড়া একই দিন ছয় পৌরসভায় ভোট হবে। সেগুলো হলো- গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদাহের ঝিনাইদাহ।
এদিন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
.coxsbazartimes.com
Leave a Reply