রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি বোল পোয়া মাছ ধরা পড়েছে। যা হাত বদল হয়ে টেকনাফ এনে বিক্রি হয়েছে এক লাখ ৯০ হাজার টাকায়।
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ডেইলপাড়া পয়েন্টে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি জানান, আবদুর রশিদ নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি সেন্টমার্টিনের ব্যবসায়ী ইসমাঈল ১ লাখ ২০ টাকায় কিনে নিয়েছে। পরবর্তীতে মাছ আরও উচ্চমূল্যে বিক্রি করার জন্য ওই ব্যবসায়ী টেকনাফ নিয়ে গেছে।
সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার জেলে আব্দুর রশিদ (৩৫) নিজের টানা জালে বোল পোয়া মাছটি ধরেন। ১৫০ কেজিওজনের মাছটির দাম চেয়েছেন এক লাখ ৪০ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী ইসমাঈল ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে আবদুর রশিদ জানান, সকালে সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। প্রথম দিকে কয়েক দফা চেষ্টা করেও একটি মাছও ধরা যায়নি। কিন্তু বাড়ি ফেরার আগ মুহূর্তে শেষ প্রচেষ্টায় বিশাল ওজনের মাছটি ধরা পড়ে।
ব্যবসায়ী ইসমাইল জানান, মাছটি টেকনাফ আনার পর মাছটি এক রাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেছেন।
.coxsbazartimes.com
Leave a Reply