মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের আলোচিত মোরশেদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবুল মনসুর সিদ্দিকী এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক মো. সারওয়ার আলম।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার ৭ আসামির প্রত্যেকের সাত দিন করে আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হল, মোহাম্মদ আলী, মাহমুদুল হক, দিদারুল আলম, আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল্লাহ, ওমর ফারুক ও নুরুল হক।
গত ৭ এপ্রিল কক্সবাজার সদরের পিএমখালীর বাসিন্দা মোরশেদ আলী ইফতার সামগ্রী কেনার জন্য বাড়ীর পাশে স্থানীয় চেরাংঘর স্টেশনে যান। এতে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দূর্বৃত্ত তাকে ঘিরে ফেলে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার ভাই জাহেদ আলী বাদী হয়ে ২৬ জনকে অভিযুক্ত আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন।
.coxsbazartimes.com
Leave a Reply