বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
আটক ব্যক্তির নাম- রেজাউল করিম(৩৫) । তিনি টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে ও ওই গাড়ির চালক।
আজ বুধবার বেলা একটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ট্রাফিক পুলিশ তল্লাশি চৌকি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশ টেকনাফ জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া।
তিনি বলেন, আজ বুধবার সকাল থেকে প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে টেকনাফে আসছিলেন চট্টগ্রাম মেট্রো খ-১১-২০৫৬ নং একটি প্রাইভেটকার। তল্লাশি চৌকিতে গাড়ির কাগজপত্র দেখাতে বললে চালকের আচরণের সন্দেহ হয়। এই সময় সন্দেহভাজন অবস্থায় গাড়ি তল্লাশি চালানো হলে গাড়ির পিছনের ডেস্কে ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply