বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর মডেল থানার ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোর। শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৩ টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
তিনি জানান, কনস্ট্রাকশনের কাজ করার জন্য থানা ভবনের বাইরে তৈরী করা অস্থায়ী সিঁড়ি বেয়ে হঠাৎ ওই কিশোর তিনতলার সানসেটে উঠে যায়৷ এরপর সেখানে নিজের গায়ে ব্লেড দিয়ে আঘাত করে সে। পরে তিনি তিনতলার ওই সিঁড়িতে উঠে তাকে আত্মহত্যা না করার জন্য নানাভাবে বুঝানোর চেষ্টা করে। ততক্ষণে নিচে পুলিশ কম্বল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে লাফ দিলেও যাতে প্রাণহানি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়। ওই কিশোরকে বুঝাতে সক্ষম হলে সে নিচে নামতে রাজি হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সদর হাসপাতালে ভর্তি আছেন। তবে শঙ্কামুক্ত।
কিশোরের পরিচয় মিলেছে। সে একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
.coxsbazartimes.com
Leave a Reply