শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাসি জলকেলি উৎসব বা সাংগ্রাইং পোয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১৩৮৩ মগীসনকে বিদায় এবং ১৩৮৪ মগীসনকে বরণ করতে ৭ দিনের অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার সকালে বিহারে-বিহারে চলেছে বুদ্ধ স্নান। ধর্মীয়রীতি মধ্যে বিহারের ধর্মীয় গুরুরা প্রথমে এই স্নান পর্বে অংশ নেন। এরপর তরুণ-তরুণীরা একই প্রক্রিয়ায় মূর্তির উপর পানি দিয়ে স্নান পর্বটি করেছেন। এর আগে বৃহস্পতিবার পঞ্চশীল, অষ্টশীল ও বিভিন্ন জিনিসপত্র দান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ১৬ এপ্রিল শনিবার রাখাইন পল্লীগুলোতে শিশুরা জলকেলিতে মেতে উঠবে। আর ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে মূল সাংগ্রাইং পোয়ে বা জলকেলি উৎসব।
কক্সবাজার শহর ছাড়াও মহেশখালী, টেকনাফ, সদর, হ্নীলা, চৌধুরী পাড়া, রামু, পানিরছড়া, চকরিয়ার মানিক পুরসহ রাখাইন অধ্যুষিত এলাকা গুলোতে সপ্তাহ জুড়ে নববর্ষ পালনে নানা অনুষ্ঠান পালিত হবে। ইতিমধ্যে শহরের টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, চাউল বাজার, পূর্ব-পশ্চিম মাছ বাজার, আরডিএফ প্রাঙ্গন, ক্যাং পাড়া ও বৈদ্যঘোনাস্থ থংরো পাড়ায় তৈরি করা হচ্ছে জলকেলির ২০টি নান্দিক প্যান্ডেল।
.coxsbazartimes.com
Leave a Reply