শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘মজুরী বাবদ পাওনা টাকা দাবিকে’ কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বুধবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ বøকে এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

নিহত জাহিদুল ইসলাম (২৩) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ বøকের বাসিন্দামোহাম্মদ সলিমের ছেলে। সে রোহিঙ্গা ক্যাম্পে রাজমিস্ত্রী শ্রমিকদের সর্দার (শ্রমিকদের দলপতি) হিসেবে কাজ করত।

স্থানীয়দের বরাতে নাইমুল বলেন, দুপুরে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ বøকে রাজমিস্ত্রী শ্রমিকদের দলপতি জাহিদুল ইসলামের কাছে পূর্বের কাজের বকেয়া বাবদ টাকা চাইতে যায় ক্যাম্পটির বাসিন্দা শ্রমিক মোহাম্মদ সুলতান ও আনিছুর রহমানসহ আরো ৩/৪ জন। এসময় জাহিদুলের সঙ্গে তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জাহিদুলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

“ পরে স্থানীয়রা তাকে (জাহিদুল) উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে, নিহত জাহিদুল ইসলামের কাছ থেকে সুলতান ও আনিছুর রহমানসহ আরও কয়েকজন মজুরী বাবদ কিছু টাকা পাওয়া ছিল। এ নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটেছে। ”

এপিবিএন এর কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888