শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতাসহ দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
আহতরা হল, উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের সাব-মাঝি ( কমিউনিটি নেতা ) মো. কালাবদা এবং ক্যাম্পটির বাসিন্দা মোহাম্মদ বাসার।
নাইমুল বলেন, রাতে ক্যাম্পটিতে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে সাব-মাঝি মো. কালাবদা আরেক রোহিঙ্গা মোহাম্মদ বাসারের সঙ্গে কথা বলছিলেন। এসময় অজ্ঞাত দূর্বৃত্তরা কালাবদাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে দুইজন গুরুতর আহত হয়।
” এসময় আহতদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কালাবদাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে এবং বাসারকে একই এলাকার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারা জানিয়েছেন, তারা গুরুতর আহত হলেও আশংকামুক্ত রয়েছে। “
পুলিশ সুপার বলেন, ” ঘটনাস্থলে পুলিশের একটি দল অবস্থান করছে। ক্যাম্পটিতে অতরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। “
হামলাকারিদের চিহ্নিত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার মো. নাইমুল হক।
.coxsbazartimes.com
Leave a Reply