শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ ক্যাম্প থেকে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপারমোহাম্মদ তারিকুল ইসলাম।
আটক জয়নাল হোসেন (২১) টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের রুস্তম আলীর ছেলে।
তারিকুল বলেন, সোমবার ভোরে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পেরা ডি-৩ ব্লকে অপরাধ সংঘটনের জন্য কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি অভিযান চালায়। এসময় ক্যাম্পটির সন্দেহজনক একটি বাড়ী ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এতে ধাওয়া দিয়ে এপিবিএন সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
“ পরে আটক ব্যক্তির হেফাজত থেকে দেশিয় তৈরী একটি লম্বা বন্দুক ও এক হাজার ২০০ টি ইয়াবা পাওয়া যায়। এরপর আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে, ক্যাম্পটির স্থানীয় রোহিঙ্গা ডাকাত মোহাম্মদ নবীর ঘর থেকে দেশিয় তৈরী একটি বন্দুক ও ৮০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। ”
এপিবিএন এর কর্মকর্তার ভাষ্য, “ আটক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় ‘ভুলু ডাকাত বাহিনীর’ সদস্য। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
.coxsbazartimes.com
Leave a Reply