শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের আলিরজাঁহাল এলাকায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র রিদুয়ান সিদ্দিকী হত্যা মামলার পলাতক আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শকমো. আনোয়ার হোসাইন জানান, রোববার ভোর রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সোমরাত উদ্দিন সোহাত (২৪) কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা মাসুদুল করিমের ছেলে। সে মামলার এজাহারভূক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে সে আত্মগোপন করেছিল।
এর আগে গত ১ এপ্রিল রাতে চট্টগ্রাম শহরের ডাবল মুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে আত্মগোপন অবস্থায় হেরাম আল ছোটন (২৩) ও কামাল হোসাইন (২৪) নামের এজাহারভূক্ত দুই আসামিকে র্যাব আটক করেছিল।
গত ২৮ মার্চ সন্ধ্যায় কক্সবাজার শহরের আলিরজাঁহাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কলেজছাত্র রিদুয়ান সিদ্দিকী। সে চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসীন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরিদর্শক আনোয়ার বলেন, রোববার ভোরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়ার এক বাড়ীতে আলোচিত রিদুয়ান সিদ্দিক হত্যা মামলার এজাহারভূক্ত কতিপয় আসামি অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক বাড়ীটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
“ গ্রেপ্তার সোমরাত উদ্দিন সোহাত কলেজছাত্র রিদুয়ান সিদ্দিকী হত্যা মামলার পলাতক আসামি। গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল। ”
পরিদর্শক আনোয়ার জানান, রোববার বিকালে গ্রেপ্তার যুবককে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহতরেখেছে।
.coxsbazartimes.com
Leave a Reply