রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র সহ দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এবং শনিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি মো. আব্দুর রব জানান, রোববার সকালে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় চট্টগ্রামমুখি স্বাধীন পরিবহন সার্ভিসের একটি বাস যাত্রীবাহি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার ৪ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ হোসেন ওরফে সোয়াত (১৮) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মৃত জহির আহমদের ছেলে।
তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ ওসি।
আব্দুর রব জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে শনিবার রাত ১১ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকায় মালবাহী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক নিহত এবং তিনজন আহত হয় বলে জানান কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিপন চৌধুরী।
এতে নিহত মনু মিয়া (৪০) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে। সে দুর্ঘটনা কবলিত গাড়ীটির চালক।
আহত হয়েছে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার ইউছুপ আলীর ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (১৭) এবং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ জুয়েল (২২)।
তবে আহত অন্যজনের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের বরাতে রিপন চৌধুরী বলেন, শনিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টেকনাফ দিক থেকে আসা মিনিট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ীটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে চালকসহ গাড়ীতে থাকা ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
পরে রাতেই আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।
রিপন চৌধুরী জানান, রোববার বেলা ১২ টায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিহত চালকের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply