শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় বিজিবি সদস্যদের উপর হামলা করে ৮০ হাজার ইয়াবাসহ আটক মোঃ বখতিয়ার (৪২) নামে একজনকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির।
বিজিবির এ কর্মকর্তা জানান, রাতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি। তাকে হ্যান্ডকাপ পরিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় বখতিয়ার এবং পালংখালীর ৯ নং ওয়ার্ডের ইয়াবা ব্যবসায়ীরা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল সদস্যদের উপর পাথর, ইট এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। অর্ধ শতাধিক নারী বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করে। বিজিবি সদস্যরা নারী ও শিশু বিবেচনায় বল প্রয়োগে বিরত থাকার সুযোগ নিয়ে ধৃত ব্যক্তি পালিয়ে যায়।
মোঃ মেহেদি হোসাইন কবির আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভবিষ্যতে মাদক সস্ত্রাসীদের সহায়তাকারী নারী বা বৃদ্ধ যেই হোক না কেন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সরকারী কাজে বাঁধা, বিজিবি সদস্যদের জীবনের হুমকি সৃষ্টিকারী আক্রমণ মোকাবেলায় কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply