মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়া ও টেকনাফ থেকে ১৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ক্যাম্পের বাইরে গিয়ে অপরাধমূলক কর্মকান্ডসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়া তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি জানান, সোমবার রাত থেকে পুলিশের একাধিক টিম এই অভিযান শুরু করেন। এর মধ্যে টেকনাফ থেকে ৫০ জন এবং উখিয়া থেকে ৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। যারা ইজিবাইকের চালক, শ্রমজীবী হিসেবে চাকরির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এই অভিযান শুরু করেছে।
মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সম্প্রতি রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে বের হবার প্রবণতা বেড়েছে। ফলে এটি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখা হবে। আটকদের উখিয়ার ঘুমধুমস্থ ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply