শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

নগদ টাকা সহ মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ সাড়ে ১১ লাখ টাকাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

সোমবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের ৪৩ নম্বর শেডে এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নইমুল হক।

আটক কামাল হোসেন (৪০) উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের ৪৩ নম্বর শেডের ২ নম্বর কক্ষের বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ সুপার নাইমুল বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন এর অভিযান (ব্লক রেইড) অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে অভিযান চালানো হয়। এতে ক্যাম্পটিতে অবস্থানকারি জনৈক রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার বসত ঘর তল্লাশী করা হয়।

” এসময় বসত ঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় নগদ ১১ লাখ ৫০ হাজার বাংলাদেশি মুদ্রা। পরে সন্দেহভাজন লোকটিকে আটক করা হয়। “

এপিবিএন এর কর্মকর্তার ভাষ্য, ” আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল পরিমান নগদ টাকা মজুদের উৎসের ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি অর্থপাচার ও চোরাচালানের সাথে জড়িত। সে পাচারের জন্য এসব অর্থ মজুদ করেছিল। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888